কথা রাখেনি
- জাহিদ খান


শত যোজন পথ পাড়ি দিবো বলে
পথের সূচনায় ঠায় দাঁড়িয়ে
এক পা দু পা করে হাটছি
আর পিছন ফিরে দেখছি
অবচেতন মন কি যেনো খুজে ফেরে।


কেউ কি যাবে আমার সাথে?
সূদুর নীলিমায়,পথের প্রান্ত রেখা ধরে?
হয়ত কেউ কথা দিয়েছিলো
কিংবা বলেছিলো থাকবে পাশে
দেখবে আমার সাথে গোধুলির রুপ।


পিছন ফিরে তাকিয়ে শুন্যতা দেখি
আর অনুভব করি মন পোড়ার উত্তাপ
তবে কি ভুলে গেলো তার দেয়া কথা?
শুধু কি কথার কথা ছিলো?
চোখ ঝাপসা হয়ে আসে,নির্লিপ্ত দৃষ্টি।


হাটছি সম্মুখ পানে উদ্দ্যেশ্য হীন
নেশায় বুদ মাতালের মত চলা
উত্তাপ নেই উদ্দ্যেশ্য নেই,নেই কামনা
নেই স্বপ্ন পুরনের তাড়া,
দেহ নয় যেনো অর্ধমৃত জিন্দা লাশ।


কি যে এক অজানা ঘোরে
টলমলিয়ে এক পা দু পা করে
বেখায়েলে কত দূর পথ পার হলাম
তার হিসাব রাখিনি,শুধু জানি
আমাকে চলতে হবে,চলছি।


হয়ত কেউ একজন তার অজান্তেই
কথা দিয়েছিলো,সাথী হবে
চলার পথের সাথী,গন্তব্যের সাথী
নেই বুঝি তার মনে,কিংবা অভিনয়
অন্যের মনের খবর কি জানা যায়।


একদিন পথ ফুরাবে,
কিংবা হারিয়ে যাবো মাঝ পথে
একা নিতান্তই একা,জনশুন্যে
পোড়া মনে ডাকবে শুধু একটি নাম
যে নাম কথা রাখে নি।