কথা
জাহিদ খান


কথার সময় বেগে যায়,  
চিন্তা ভাঙতে না পায়।  
কখনো সময়ের হাঁটা ধীর,  
কথার লক্ষ্যে হারিয়ে যায় মনের তীর।  


কথায় সাহিত্য বৃদ্ধি পায়,  
আলোর সংগী হয়ে রয়।  
অবিরাম অবাক সৃষ্টির ধারা,  
কথার অমৃতে ভাসে আমার ধরা।  


কথার দ্বারা আমি ভাবি,  
আমার মনের গহীন অভিজ্ঞতা।  
কথার মাঝে লুকিয়ে রয়,  
সত্য ও কল্পনার জগতে মন ভাসে।