মেঠো পথ
জাহিদ খান


গায়ের মেঠো পথে চলছি হেটে,
শুয়ে আছে ধানের দানায় শিশির বিন্দু।
হাওয়ায় ধুলো উড়ে মেঠো পথে,
যেনো প্রকৃতির অপার সৌন্দর্য।


দূরে দেখছি সবুজের খেলা,
গর্জন করছে বাতাসের দোলায় গাছের পাতা।
মাটির সোদা গন্ধে মন মাতোয়ারা,
কী আনন্দ জাগে মনের ভেতরে এই বেলায়।


চারিদিকে প্রকৃতির সৌন্দর্য,
অন্ধকারে লুকিয়ে রয়েছে দীর্ঘ অনুভবের গান।
আমার গ্রাম্য জীবনের মিলনসার,
প্রেম আর আশা বৃষ্টির মতই অপেক্ষায়।


হারিয়ে যাওয়া স্মৃতির পথে,
সবুজের দেশে হেটে চলছি মেঠো পথে।
গ্রামীণ জীবনের অপার মাধুর্যে,
চিরদিন জীবনে থাকুক পূর্ণিমা উজ্জ্বল প্রাণবন্ত।