মায়া
জাহিদ খান


মায়া আসে,
ভোরের শিশিরে,
সূর্যের মৃদু হাসিতে,
দুপুরের উত্তাপে,
গোধুলির রঙে,
সাঝের আধারে,
চিরকাল উথাল পাথাল,
মনে হৃদয়ের গহীন ছোয়া,
উদ্বেলিত মন,
স্বপ্নের জীবনে,
মাঝে মাঝে উত্থান পতন,
মায়ার আলোয় রচিত পথ,
প্রেমের শক্তি রূপে প্রকাশ,
মায়ার মাঝেই মায়ার বাস।