অধরা সুখ
জাহিদ খান


কান্নার দামে আনন্দ কিনে
হয় না তো ভাই সুখী হওয়া
এটা শুধু খর নদীতে
উলটো পথে নৌকা বাওয়া।


নিজের মাঝেই সুখের ছোয়া
সুখের সুপ্ত বিজ টি ও বোয়া
খুজে নিতে জানতে হয়
তবেই সবে সুখী  হয়।


সুখ কে বলি অচীন পাখি
হাসির মাঝে কান্না রাখি
নিজের মাঝেই সুপ্ত থাকে
আপনাকে সে ঢেকেই রাখে।


উড়িয়ে ধুলো সেখান থেকে
অবহেলা কে গায়ে মেখে
যে পারে ভাই হাসতে মনে
সেই তো সুখী সকলে জানে।


দুঃখ বিলাস আমরা জানি
চোখে জল সবাই আনি,
জানিনা শুধু সুখ পাখিটা
কোথায় আছে কেমন সেটা।


দুঃখ বিনে সুখ কি কভু
দিয়েছেন কাউকে আমার প্রভু?
সুখ যদি ভাই পেতেই যাও
দুঃখ গলে পরে নাও।


সুখের পাশেই দুঃখ থাকে
একে একে যায় পছন্দ যাকে,
এ'দুটো নয় একক কারো
বিজ্ঞ জনে শুনতে পারো।


একটি নেবে আরেকটি নয়
এটা কি হয় এই ধরায়?
সমান ভাবেই বরণ করো
অল্পতেই সুখ পেতে পারো।


সুখের তরে বেহুশ হলে
দুঃখ ফিরে আসতে পারে
যা পেয়েছ তাতেই খুশী
সুখকে মোরা এমনে বুঝি।