পার্থিব জীবন
জাহিদ খান


জীবনের সফরে এই ধরা ধামে,
কোনোটি মেলা,কোনোটি অন্ধকার প্রান্ত।
স্বপ্নের নীল আকাশে মাথা তুলে,
পথ হারায়ে খুজি আলোর রেখা৷


প্রতিটি আঁধারে লুকিয়ে আছে স্বপ্নের আশা,
জীবনের সব প্রশ্নের উত্তর চিন্তার আবর্তে ঢাকা।
প্রতিটি মুহূর্তে ছুঁয়ে যাওয়া স্মৃতির পাতা,
হারিয়ে যাওয়া স্বপ্নের ছায়া বাঁচিয়ে রাখে ছোট্ট জীবন৷


জীবনের অসীম সমুদ্রে ডুব সাতার,
হারিয়ে যাওয়া জীবন সমুদ্রেই মুক্তি সাধনা৷
ছুটে চলা অজানা পথে জীবনের খোজে,
স্বপ্নের মাঝে জীবনের রঙ খুজে ফেরা।