প্রেম ও স্মৃতির বর্ষন
জাহিদ খান


বন্ধু,প্রেম নামক একটি গভীর বন্ধনে
আছি নিরবে একা আবেশিত
ভাসতে থাকা রাত মনে পড়ে?
আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে।


প্রতিবিম্বে তুমি বেঁধে আছো
হৃদয়ে অনাকাঙ্ক্ষিত ক্ষণের মত
হারিয়ে গেছে তোমার ছায়াটিও
অন্তরে গভীর ক্ষত তৈরি করে।


শত যোজন পথ দূরে আছো তুমি
স্মৃতির মেঘে ভরে গেছে আকাশ
আমি নেই তোমার পাশে
হৃদয় ভিজে আছে স্মৃতির বর্ষনে।


বন্ধু, যদি সৃষ্টি হয় নতুন ভালোলাগা,
তুমি এসো আমার জীবনে।
যদিও ঝরে গেছে অনেক স্বপ্ন,
কবিতার মধুকরের অতল গহব্বরে।


বন্ধু, তুমি লুকিয়ে আছো মনের কুঠরে,
তোমায় অনুভব করি সবসময়,
অতৃপ্ত হৃদয়ে প্রতিক্ষণ,প্রতি পল
ঝর্ণার মতো মন প্রেমের ছন্দে।