প্রস্ফুটিত প্রকৃতি
জাহিদ খান


সকালের আলোয় মহাকাশ,পাহাড় উজ্জ্বল,  
সূর্যের আলো আঁকা ক্ষিতিজে নদী ঝিলমিল।  


হরিত রঙে প্রাণবন্ত ভুবনে মেঘের ছায়া,
প্রকৃতির সৌন্দর্য মোহে মন মাতোয়ারা।  


বনের পাখি গায়,সানাইয়ের মিঠা সুরে,
মেঠো পথ অলংকৃত ফুলের রঙিন পরশে।


সবুজ পৃথিবীর প্রেমে ঝর্ণা বুকেই রয়,  
এক অদ্ভুত প্রকৃতির সৌন্দর্য হয়ে বয়।


সৃষ্টির নায়ক সৃষ্টিকর্তার অনন্য সব সৃষ্টি,  
আমরা কি দেখি না তার অদম্য শিল্পের প্রতিচ্ছবি?  


প্রকৃতির সৌন্দর্য মনের মধ্যে নিত্য দেয় দোল,
কিছু বিশেষ মুহূর্তে তার নিত্যনতুন খেল।  


প্রকৃতির সৌন্দর্যে অবিচল হয়ে যাই,  
চিরকালের ধরাধামে প্রাণ জুড়ায় তাই।


সৌন্দর্য পিয়াসু মন বাধা পড়ে সৃষ্টিতে,
প্রকৃতির সৌন্দর্য প্রস্ফুটিত হয়  দৃষ্টিতে।