স্বপ্ন দেখি
জাহিদ খান


দাদু আমার গত হয়েছেন,
বছর ত্রিশ হলো
সেই দাদু আজ ভোর রাত্রিতে
স্বপ্নে দেখা দিলো।


তাকিয়ে আছি দাদুর পানে
দাদু আছেন আনমনে
বলছি আমি একটু হেসে
হঠাৎ কেনো এই বেশে?


নির্বাক দাদু তাকিয়ে রয়
আমার লাগছিল বড্ড ভয়,
ভুল কি আমি করেছি কিছু?
তাই নিয়েছেন দাদু পিছু?


আবার শুধাই ও দাদু
রাগ করেছ? বলবে কিছু?
উদাস মনে দাদু কয়,
হচ্ছে টা কি সোনার বাংলায়?


দীর্ঘ শ্বাসে দাদু বলেন
এক টাকার চাল ষাট টাকা কেন?
পিয়াজ ও দেখছি দেখাচ্ছে ঝাজ,
নাগালের বাইরে তেলটা আজ।


বলেই চলেন দাদু আমার
এই গ্যাস কি দেশের আমার?
কিনতে গিয়ে এক সিলিন্ডার
চোখে দেখি রাজ্যের আধার।


ওষুধের কথা নাইবা বলি
সবজি ছাড়া কেমনে চলি?
অগ্নিসম মুল্য তাহার
ব্যাগে পোড়ে সাধ্য কাহার?


দাদুর পানে তাকিয়ে আমি
অজানা ভয়ে একটু ঘামি
বলবে বুঝি চিনির কথা
বাড়ছে যে দাম না মেনে প্রথা।


ন্যুব্জ দাদু বলেই চলে
এইটাকে কি সোনার বাংলা বলে?
এখানে নেই বাচার আশ
থাকবে কষ্ট বারো মাস।


এবার দাদু রুক্ষ স্বরে
বললেন শোনো এই ভোরে
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে
ধুকছে সবাই কায়ক্লেশে।


দাদু বলেন যাচ্ছি এবার
গিয়ে দেখা করব নেতার,
বলবো তারে দেশের কথা
কর্তাদের নেই মাথা ব্যাথা।


সব কাজেতেই কথা তোমার
যাই করে কয় স্বপ্ন পিতার
তোমার আসল স্বপ্ন গুলো
অবহেলায় জমছে ধুলো।


তোমার আদর্শ, স্বপ্ন সাধ,
অসহায়ের মুখে ভাত।
এটাই ভুলে গেলো তারা
সম্পদ গড়তে পাগল পারা।


স্বপ্ন আবার দেখাও তাদের
বাচাক নেই অর্থ যাদের।
সুখে থাকুক দেশটা তোমার
হাসুক এবার জেলে কামার।