শিক্ষা
জাহিদ খান


শিক্ষা হল আলোর পথ,  
অন্তরে জ্ঞানের গভীর অধ্যায়।  


শিক্ষায় সৃষ্টি হয় বিশ্বাস,
ধারণা সৃষ্টির একমাত্র প্রয়াস।


শিক্ষার আলো করে দূর,
মনের যত কালিমা অসুর।


শিক্ষা মানুষের নতুন পরিচয়,
হৃদয়ের অজ্ঞতা করে ক্ষয়।  


শিক্ষা ছাড়া জীবন আধার,
অথৈ সাগরে ডুব সাতার।


শিক্ষা মনের আলোক রশ্মি,
ফোটায় মনে পূর্ণ শশী।


শিক্ষা মানব জাতির মনে,
নব বারতার সুর যে আনে।


শিক্ষা জগতে পেয়েছেন যারা,
জগত জুড়েই তাদের সাড়া।


শিক্ষা নিয়ে জীবন গড়ো,
সমাজ তোমায় মানবে বড়।


শিক্ষার কোথাও নেই যে ভাগ,
শিক্ষা শেখায় আত্মত্যাগ।


শিক্ষার কোনো বিকল্প নাই,
শিক্ষা গ্রহণ করবো তাই।


প্রকৃত শিক্ষা গ্রহণ করে,
তুলবো মোরা দেশকে গড়ে।


শিক্ষায় লুকায়িত আছে মুক্তি,
প্রকৃত শিক্ষাই মানুষের শক্তি।