স্মৃতি-৩
জাহিদ খান


স্মৃতি জড়িয়ে থাকে কাঁদার মাঝে,  
অতীতের ছবি চোখ মেলে বুঝি একাকির রাজে।  
সুখের স্মৃতি আঁকা আলো ঝলমল,  
দুঃখের আঁধারে সুখের পাখি উড়ে ভালোবাসার নতুন খেলা খেলে।  


জীবনের পথে অবিরাম একত্রিত স্মৃতি,  
রোমন্থনে মুখোমুখি প্রতিটি সন্ধ্যায়,
জীবন নানা সমস্যার আবর্তে বাধা।  
স্মৃতির সমৃদ্ধি মাঝে হাঁটছে জীবন ,  
স্বপ্নের পাখি উড়ে যায় আলোর সন্ধানে।  


স্মৃতির পাতা, যে থাকে মৃত্যুর আসনে,  
তার কথা হৃদয় খুঁজে বেড়ায় অবচেতনে  
জীবনে  আনন্দের বাদল ধারা কামনায়।
স্মৃতির মেঘে সুখের বৃষ্টি পড়ুক ঝরে
হৃদয়ে মিষ্টি স্মৃতির সুখের গান বেজে উঠুক।