স্মৃতির দাফন
জাহিদ খান


হৃদয়ের প্রেম কে নিয়ে চলে গেলে,
অন্তরে প্রজাপতি অস্থির পাখনা মেলে।
মনের দামিনী আকাশে ঝলকায়
পূর্ণিমার অভাবে তারারা নিস্প্রভ রয়।


স্মৃতির শহর স্মৃতির বিভ্রাটে বিচলিত
অবচেতনে প্রেয়সিকে হাতড়ায়।
অন্ধকারের মধ্যে আলোকিত সময়
সাময়িক সুখানুভূতি তে দেয় দোল।


ভাবনায় অদ্ভুত  কবি হৃদয়ের উঁকি
অবলীলায় ঝিরিঝিরি বাতাসের ছন্দ।
হৃদয়ে অপ্রাপ্তির ডামাডোল চলে
যেনো অসুখের ছোয়ায় বন্দী হৃদয়।


স্বপ্নে ভাসে ফুলের মত মুগ্ধ চেহারা
শান্তির সবুজ বাতায়নে যুগলবন্দী।
মহাকাব্যিক প্রেমানুভূতিতে মত্ত
ঘুম ভাঙ্গতেই হৃদয় শ্রাবণ আকাশ।


ব্যথাতুর হৃদয়ে অপেক্ষা দীর্ঘতর
হয়ত আসবে শান্তির সুবাতাস।
আষাঢ়ের বর্ষন এর মত অবিরত ধারায়
বর্ষিত হবে হৃদয়ের পুঞ্জিভূত অভিমান।


প্রেম সূত্রে বয়ে চলা বেগ শূন্য চোখে
কখনো দ্যাখেনি এক সিন্ধু ভালোবাসা।
গড্ডালিকা প্রবাহে ভেসে গেছে সে
আপন গতিতে ধ্বংশ ও বিনাশের দ্বারে।


স্বপ্নের ভালোবাসা নিরবে ধাবিত হচ্ছে
অগ্ন্যুৎপাত হীন মৃত আগ্নেয়গিরি তে।
প্রেমের দহনে হৃদয় পুড়ে ছাই এর স্তুপ
স্মৃতির জন্ম দিতেই যেনো এর সৃষ্টি।


তার পরিকল্পিত দুরভিসন্ধিতে
ভালোবাসা আজ পরিণয় হীন স্মৃতি।
কলমের আচড়ে কাগজের বুক চিরে
রচিত থাকুক প্রেমের স্মৃতির দাফন।