স্মৃতি-৫
জাহিদ খান


মন ছুটে যায় স্মৃতির দেশে,
অতীতের সন্ধানে প্রাণ দোলে।  
হৃদয়ের গহ্বরে গুপ্ত স্মৃতির রহস্য,  
স্মৃতির পাখি বলে দুঃখ বিলাস।  


স্মৃতির দহনে পোড়ে মন,  
মনের স্মৃতির কথা থাকুক স্মৃতিতে ।  
স্মৃতির আলোয় ভাসে স্বপ্ন,  
মিলনের কাব্য গায় অতীত বর্তমানে।


স্মৃতির ছোঁয়া যেন বহুদিন থাকে,  
সহজেই ভাসা যেন প্রিয়জনের স্পর্শে।  
জানালার পাশে বৃষ্টির শীতল পরশ,  
নীল স্বপ্নাকাশে হৃদয় ভরা বিষাদ।

আলোর ঝিলিমিলি রাতের আকাশে,  
মন মিশে আছে দূরের তারকালোকে।  
স্মৃতির সুরে কবিতা লিখে যাই,
হৃদয়ের অতলে সত্যের স্পন্দন পাই।