সময়
জাহিদ খান


সময়ের অপেক্ষায় যেনো মানব জীবন,
মুখোমুখি হওয়া যেন স্বপ্ন ও বিপন্ন।
অবিরাম প্রবাহে গতিপথ হারাতে,
সময়ের আঁচেই বাচে জীবন ধারাতে।


সময়ের বলয়ে ব্যতিব্যস্ত  জীবন,
সময়ের স্পর্শে মৃত্যুর আগমন।
অকালের চোখে ভেসে যাওয়া স্বপ্ন,
সময়ের অলক্ষ্যে চলে যাওয়া লগ্ন।


সময়ের অদৃশ্য হাত মোদের মাথায়,
ক্ষণিক সৃষ্টিতে নব সমীরণ বায়।
সময়ের চেয়ে নয় এক মুহূর্ত কম,
সময়ের মুখে কাঁপে মানব জীবন।