সততা ও জীবন
জাহিদ খান


সততা চলে নীরব পথে,
চলা হয় দৃঢ় দীপ্তিময়,
মিথ্যার আঁধারে নয়,
সততার জয় সর্বদা হয়।


মেঘের ছায়ায় নয়,
সূর্যের আলোর দিকে চলা,
সত্যের পথে মানুষের জীবন
হয় সুজলা সুফলা।


মিথ্যার মৃত্যু হয় আধারে,
সত্য আলোর বাসনা,
সততা হোক প্রেরণা,
মানুষের উন্নতির সাধনা ।


সত্যের সন্ধানেই বৃদ্ধি,
মিথ্যার অস্তিত্ব ভেঙে,
সততা আনে মান সম্মান,
সৃষ্টি করে মনে আনন্দের উত্থান।