শূন্যতা
জাহিদ খান
১৬/৪/২৪


আলোর আগুনে অনুতপ্ত আমি,
দুঃখের সমুদ্রে ডুবে যাই।
চাহিদার আগুনে হৃদয় জ্বলে,
মনে মনে জীবন শক্তি হারাই।


অনুতপ্ত অতীতের আশে পাশে,
স্মৃতির আবৃত্তি,সৃষ্টি করি কবিতা।
স্বপ্নের আগুনে সত্য জ্বলে,
মিথ্যের সম্পর্কে জলে ভাসি।


স্বপ্নের বিদ্যুৎ এ অনুতপ্ত মন,
ভাঙতে চাই অন্ধকার প্রহর।
হারাতে গেলে ভাবনা আসে,
আলোর মুখ খুলে দেখি শূন্যতা।