প্রথমত,
আমি চাই আমাকে তুমি পড়ো,
ঠিক যেভাবে রাত জেগে তুমি পড়েছ বার্নার্ড শ’ অথবা শেকসপিয়র।


বিনাশী চোখদুটি নিয়ে একবার তুমি তাকাও আমার দিকে,
ঠিক যেভাবে একজন দৃষ্টিহীন করুণ আকুলতা নিয়ে তাকিয়ে থাকে স্বচ্ছ আয়নার দিকে;


তোমার কথার চাবুক তুমি চালাও আমার বুকে ,
ঠিক যেভাবে তপ্ত বালুতে একটা ক্লান্ত সাদা ঘোড়ার পিঠে চাবুক চালায় মরুর সাওয়ার ।


দ্বিতীয়ত,
আমাকে তুমি প্রশ্রয় দাও,
ঠিক যেভাবে অসহায় শরণার্থীদের আশ্রয় দেয় ভিন্ন একটি রাষ্ট্র।


আমাকে বরং তুমি ভালবাস,
ঠিক যেভাবে অতিদূর হতে প্রবাসীরা ভালবাসে স্বদেশকে।


সর্বশেষে,
না হয় আবার তুমি ভুলে যেও আমাকে,
ঠিক যেভাবে একটি রাষ্ট্র ভুলে যায় তার যোগ্য নেতার কথা ।