পৃথিবীর বুকে বাংলাদেশ আলোড়ন তৈরী করে ফেলল,
আর আমি তোমার বুকে একটা ঢেউও তুলতে পারলাম না।
আমাকে ভর সন্ধ্যায় কে যেন ডাকে অনিক নামে,
কই তোমার দেয়া সেই পরিবর্তিত নামে তো কেউ ডাকে না,
পাকিস্তান থেকে বাংলাদেশ হল,
পাকমোটর থেকে বাংলামোটর হল,
কই আমার নামটাই কেবল পালটালো না!
বিরোধী দলের মত বলে দিতে দ্বিধা নেই,
তোমার দেয়া অসাংবিধানিক প্রেম আমাকে বানিয়েছে একনায়ক,
একদম একনায়ক,
আমি একাই নায়ক, আর কোন কুশীলব নেই।


আচ্ছা ক’টা বাজে এখন ?
রাত ক’টা?
মাঝরাত ছাড়া আমার আবার প্রেম আসে না।
২৫শে মার্চ মাঝরাতেও আমার বুকে প্রেম জেগেছিল,
শব্দ শুনেছিলে তুমি ?
গুলি না, গুলি না, আতশ বাজী!


তোমার দেশে কি সরকার আছে? নাকি নেই ?
সেখানে কি চলে? প্রজাতন্ত্র?
সব প্রজাই তোমাকে চায়, ঠিক আমার মতই?
নাকি স্বৈরতন্ত্র চলে,
জিম্মি করেছ তোমার বিশ্বাসঘাতক প্রেমিককে ?
কিসের দায়ে ? প্রেম পাও নি বলে ?
তুমি যাকে প্রেম বল আমি তাকে সংবিধান বলি,
বারংবার সংশোধনী এসেছে আমার অপ্রেমের সংবিধানে।


প্রজাতান্ত্রিক প্রেম আর সয় না,
বিপ্লব করতে চাইলে বামে
বিপ্লব দেখতে চাইলে ডানে,
ভয় পেয়ে থাকলে প্রেমিকার বুকে যাও
কিছু বলতে চাইলে থেমে যাও, বলা যাবে না।
৫৭ ধারা বাতিল করার আগ পর্যন্ত আমি বলতে পারবো না,
আমি কিছুতেই বলতে পারব না আমি তোমাকে ভালবাসি।