দিলে হাহাকার,
পথ কবেকার, হবে কবে সংহার!
দরিয়া আজই হতে হবে পার,  
কবরী উজাড় করে নেমেছে আঁধার।


পাথার পতাকা লঙ্ঘন করে চলে জলরথ
মাস্তুলে ভারী পাল, বাষ্পে ক্রমে কমে উদ্যম।  
পালটাকে ফিরায়ে উত্তরে দক্ষিণে,
বিকলাঙ্গ বায়ু পথ ছাড়ে ক্ষণে ক্ষণে ।


কে জানে কবে মিলে দেখা অপগা বন্দর,
নির্ঝর জানকী ক্রন্দিছে খিল দিয়ে অন্দর।


এর চেয়ে জলদেবী চলো,
ঢালগো দু’ঘটি জল দুয়ারে তোমার,
সেখানেই করি ঘাঁটি, ফেলি লোহার নোঙ্গর
পায়ে তব ফেলি এনে কোহিনূর আফগান ।