দিন ও রাত্রির সন্ধিক্ষণে;
ইচ্ছে করে না পায়ে হেঁটে ফিরি ঘরে
ইচ্ছে করে হাঁটতে থাকি;
রাত ফিরে ফিরে আসে- সুবেহ সাদিক;
ফজর নেমে আসে মসজিদে' নগরীতে
নত মস্তকে উপাসকের সেজদায়ে তাজিমী।  


আমি মুসাফির- আসহাবে সুফফা,  
আমারও ভেতরে একজন মানুষ, একজন ঈশ্বর।  
আমার ইবাদত, আমার প্রেম আমার একাগ্রতা;
আমার হৃদয়- আমার চোখ দেখে তোমাকে শীতাশ্রিতা-
দেখে নিষ্পাপ মুখ; ইয়া আন নূর।  


শপথ খোদার,
আমার জিহ্বা যত নিয়েছে তোমার নাম
যদি হত তত জিকির খোদার;
হাশরের দিন-  স্বীয় আসন হত মোহাম্মদের পাশে।


ছুঁয়ে দিও মৃত্যুক্ষণে,
তোমার স্পর্শ পেলে নরক জ্বলে নিভে যাবে; 
ছোঁবে না আমায়?