ধূসর কালো মেঘে,,,,
ডানা ঝাপটা পাখির হলো ভাঙচুর।
অঝরে ছিল কান্না
নিস্তব্ধ মেঘ মিলনে ছিল বিদায়ের খসড়া।
দীর্ঘশ্বাসে প্রনয়নের চোখে,
দেখা দেয় কালো রাত্রি।
প্রতিবিম্বের মত পথ চলার
হলো আজ অবসান।
সন্ধ্যা নামুক ধূসর কালো মেঘে।
কান্নার শব্দ তুমি শুনতে নাহি পাবে।
অনুরাগে প্রকম্প বিদায় হবে
সূচনা শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে।
প্রতি রাত্রিতে হবে আমার মরণ,
বিদায়ের স্মৃতি হৃদয়ে রেখে।
প্রতিচ্ছায়ার মত ছিলেম
দুঃখ, সুখে অাধো আলোতে।
অগুনিত স্বপ্ন গুলো  
অশ্রু জলে ভাসে।
অন্ধকার নামুক তোমার হৃদয়ে
বুঝবে তুমি আলোর মূল্য তবে।
প্রতি ক্ষণে আলিঙ্গন করি
অশ্রু জলে ভেজা অগুনিত স্বপ্নের সাথে।
ভালবাসা কী তবে,
বিদায় দিয়ে চলে যাওয়াকে বলে??