গ্রাম ছেড়েছি সেই যে কবে, শহরে আছি ভাড়া।
নিজের ভিটায় দুলছে আজ,ঐ পুরোনো তালা।
গ্রামের মানুষ মূর্খ বলে দিচ্ছে গালি যারা
শহর বাড়িতে অন্য পাঠায়, সেই সোনার ছেলেরা।


শিক্ষা যদি হয় শহর কেন্দ্রিক,
পাঠশালায় লাগুক তালা।
ঘুরে ফিরে হলাম যে আজ শূন্য দিশেহারা।


গ্রামের বাড়ির ছায়া যেন নয়া শীতল কাঁথা,
শহরে তে পেলাম না যে পূর্ণতা।


মাস পেরিয়ে যাচ্ছে বছর, পেলাম না তো স্বজন।
আপন আপন বলছে সবে, কে যে কার আপন!


মিথ্যে হাঁসি হাসলাম আমি, ছাড়লাম প্রিয় জন।
ইট পাথরের দালান আজ হচ্ছে পুরাতন।


ইচ্ছে জাগে ফিরতে আজ ভিটা মাটির ঠিকানায়,
দুয়ারে তে তালা যেন মরীচিকা কামরায়।