প্রেমের অনলে পুরিতেছে আমার মন।
তোমার কোমল চিত্তে হয় আমার বিচরণ।
কবে হবে হেরি বল নারে মন!
প্রেম কি তবে শুধুই স্মৃতিচারণ?


বক্র নীড়ে সুধা রমণীর মন।
তাই যে আজ সদয় হৃদয়ে করি যে গমন।
বিরহ ও মিলনে হয় প্রেম- প্রণয়ন।
আত্মীক প্রেমে মুগ্ধ আমার মন,
যদি পাই নৈকট্য ও মিলন।


জীবনানন্দে যদি হয় তোমার আগমন!
উন্মাদ হয়ে আছি বসে নিরন্তর।
তুচ্ছ মনের তৃষ্ণা মিটে,
নীল খামে চিঠি লিখে।
রাখব স্মৃতি যুগল ধরে।


অগতি'র গতি যদি হয় বিশাল মহী তে,
তাই তো আমি অন্বেষণে।
বিচলিত মন চাতক পাখি হয়ে,
ঘুরে ফিরে বর্ণ হতে বিবর্ণ।
আত্মীক প্রেমে তৃষ্ণা পাবে
যদি উজাড় কর মন সদয় হয়ে।