আমাতে আমি আর নেই!
আমাকে খোঁজ না তুমি নীল আবেসে।
আমি এখন ভোরের পাখি,
গাংচিল হয়ে বেড়াই নদ নদীতে।
আমাকে বুঝিতে এসো না,
জ্বলে পোরে  ছাই হবে এক নিমেষে।


আমাতে আমি আর নেই
আমি সন্ধ্যা তারায় রয়েছি
ঝোঁকান পোকার সাথে।
আমার কাব্যের ভাষা বুঝিতে এসো না,
তবে নিজেকে হারাবে দূর আকাশে।


আমাতে আমি আর নেই
আমি যে পথ চলেছি অন্ধকারে,
অজানা পথের খুঁজে।
চাঁদের আলোয় গল্প লিখি,
স্বপ্ন বুনি হেসে।
আমি যে আজ নব নবীন, চলেছি রোদ্দুরে।


আমাতে আমি আর নেই
আমি যে ব্যস্ত তোমার শহরে পথ চলতে।
তোমার মনে অখিন্দ্র হয়ে মনের কথা বলতে।
তোমার নগরী তে, আমার চিঠির ভাষা বুঝাতে।
আমাতে আমি আর নেই!
আমি নিজেকে হারিয়েছি তোমাতে।