আমি জেনে বুঝেই
একটা ক্যাকটাসকে ভালোবাসলাম,
জড়িয়ে ধরলাম

গভীর ভাবেই ভালোবাসলাম
শক্ত করেই জড়িয়ে ধরলাম

আমার ব্যথা হচ্ছে
সমগ্র শরীরে কাঁটা বিঁধে যাচ্ছে,
আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে

তবুও আমি
ক্যাকটাসটাকে জড়িয়ে ধরে রাখলাম

আমি জেনে বুঝেই
একটা ক্যাকটাসকে ভালোবাসলাম।


৩ ডিসেম্বর, ২০২৩