আমি কিছুই জানি না

আমাদের ছায়াপথে
গ্রহ-নক্ষত্র কয়টা
ব্লাকহোলের ভেতরকার দৃশ্য
কেমন হতে পারে
আলোর গতির সাথে
টাইমট্রাভেলের সম্পর্ক কী
পৃথিবী ছাড়া অন্য কোথাও
প্রাণের অস্তিত্ব আছে কি-না
মহাবিশ্বের আয়তন কত
এগুলার কিছুই আমি জানি না

নগদান, জবেদা সম্পর্কে
আমার ধারণা শূন্য
রাজনীতি, কূটনীতির প্যাঁচ
আমি বুঝি না
কোয়ান্টাম মেকানিক্স, ক্যালকুলাস দেখলে
আমার মাথা ঘুরে
বিশ্বাস করো,
আমি এগুলার কিছুই জানি না।

অদ্বিতীয়া,
আমি শুধু জানি — আমি তোমাকে ভালোবাসি
এটাই চিরন্তন সত্য
এর আগেও কোনো সত্য নাই
পরেও কোনো সত্য নাই

আমাকে তোমার করে নাও; অদ্বিতীয়া,
তুমি আমার হয়ে যাও।


২৬ অক্টোবর, ২০২৩