ভালোবাসা কী —
আমি জানি না শুভ্রা

একদিন এক সন্ধ্যায় হঠাৎ তোমাকে দেখলাম,
তোমাকে দেখলাম —
আর কিছুই দেখলাম না

তোমাকে দেখার পর তোমাকে ভালো লাগল,
তোমাকে ভালো লাগল —
আর কিছুই ভালো লাগল না

আমার সকল তত্ত্ববিদ্যা হারিয়ে গেল
সবকিছু এলোমেলো হয়ে গেল
আমার সমস্ত দিন থমকে গেল
তোমার ওই সন্ধ্যাটুকুর কাছে।

এটাই যদি ভালোবাসার সংজ্ঞা হয়
তবে আমি তোমায় ভালোবাসি —
এই কথা বলতে কীসের দ্বিধা, কীসের সংশয়?
আমি কেন বলতে পারি না এই কথা?


২৪ অক্টোবর, ২০২৩