স্বাধীনতা শব্দটির অর্থ যদি
শুধু পতাকাই হয় —
তাইলে ১৯৭১ এর আগেও তো স্বাধীন ছিলাম
পতাকা তো তখনও ছিল


স্বাধীনতা শব্দটির অর্থ যদি
শুধু ভূখণ্ডই হয় —
তাইলে ১৯৪৭ এর আগেও তো স্বাধীন ছিলাম
ভূখণ্ড তো তখনও ছিল


স্বাধীনতা শব্দটির অর্থ যদি
শুধু ভাষাই হয় —
তাইলে ১৭৫৭ এর আগেও তো স্বাধীনই ছিলাম
কথা তো তখনও বাংলাতেই বলতাম
দুঃখ তো তখনও বাংলাতেই পেতাম


স্বাধীনতা শব্দটির অর্থ যদি
শুধুই জাতিগত পরিচয় হয় —
হাজার বছর আগেও তো স্বাধীনই ছিলাম
বাঙালি তো তখনও ছিলাম


তাইলে স্বাধীনতা মূলত কী?


প্রজাদেরকে কী করে বলি
স্বাধীনতা শব্দের মূল অর্থ কী?
প্রজাদেরকে কী করে বুঝাই
স্বাধীনতা জিনিসটাই বা কী?


২৬ মার্চ, ২০২৪