ব্যাস্ততা থমকে যায়,
একরাশ অভিমানে_
স্বপ্ন উড়াল দিতে শেখে ঐ আকাশের বুক চিরে,
গন্তব্য সমাধি,অভিধানে সমীচীন__
এপিটাফের নীরবতায়,
নিয়নের নিভু নিভু আলোতে
কোনো এক অচেনা পথের প্রান্তরে।
গল্পগুলো অব্যক্ত,
ডায়রীর কোনো ধুলো জমা পাতায় নির্লিপ্ততায়
তবুও যান্ত্রিক মানুষগুলো
জুড়িয়ে যাওয়া কফির কাপে
পুরোনো অতীত হাতড়ে বেড়ায়...
যখন আড্ডার আসর বাক রুদ্ধ,
কফি হাউজের হাসিটাও নিরালায় নিদারুন...
একঝাক শালিকের তখন অন্য অরণ্যে আয়োজন।
গীটারের ছেড়া তার যেন কোকিলের দীর্ঘশ্বাসে হয় পরিসমাপ্তি
ঘড়ির স্পন্দন তখনো নির্ঘুম অন্তঃপুর গহীনে,
তবুও বলা হয়ে ওঠে না,
না বলা কথাগুলো,
লেখা হয় না কোনো চিঠি
আর টেলিফোন সে তো বিলুপ্ত__
শ্বাসরোধের উপক্রম চোখ? সে তো জলের আধিক্যে মশগুল
ঠিক তখনই
কোনো এক কর্কশ কণ্ঠ বলে ওঠে__
"ফাইল গুলো রেডি তো!!"
ব্যস্ততা আবারো গতি ফিরে পায়,একরাশ অভিমানে_
এক্ঝাক শালিকেরা উড়ে চলে যায়,দল ছুট হয়ে
স্বপ্নের ডানা ভেঙ্গে যায়,মুখ থুবড়ে পড়ে থেকে
       কোনো এক ফাইলের গোপনে।__