এস হে নব নবীন
দিগ দিগন্তে বিলায়ে আছে
যে অভিশাপের কুয়াশা
তাহা আজ করি বিলীন৷


ছিড়িয়া ফেলি সে অদৃশ্য বেড়ি
যা নিয়াছে মোদের সংস্কৃতি কারি৷
মিছে কেন মোরা অন্যরে দোষী!
যবে নিজেরাই আটকায়েছি জ্ঞ্যানের শশী৷
পরপানে হইয়া বশী
আপনেই আজ আপনেরে কষী।


তাই এস হে নবীন,
আজ এই বিষবৃক্ষ করিয়া ভষ্ম
সংস্কৃতি লইয়া চাপিয়া অশ্ব
ছড়াইয়া দিতে তাহা সারা বিশ্ব।


এস হে নবীন


অভিশাপের কুয়াশা আজ করিব বিলীন।।