আলো শুধুই আলো, আমার লাগতো ভালো
                    সমাজ নদী,
                    হতো যদি
                গীবত শূন্য আলো।
পরের দোষই দেখি মোরা, রঙিন চশমা ঠুকে
                   আসলে ভাই,
                   শুনতে কী চাই?
               নিজ; মন্দ পরের মুখে।
ধর্মে কর্মে কোথাও নাই, পরচর্চা মহৎকাজ
                   যে জন করে,
                   নিন্দা পরে
               সে; পায়না খোদার নাজ।
এক গাঁয়েতে ডান বায়েতে, সামবে সামনে থাকি
                  সুখ দুঃখেতে,
                  দিন কী রাতে
            চলো; সমাজটাকে রাখি।
পরনিন্দা করেছে জিন্দা, সব মন্দ রিপুর তরে
                 মানব মাঝে,
                 সর্ব কাজে
           অশান্তি আনে ঘরে।
যে জন করে নিন্দা পরে, নাইকো তাহার লাজ?
                 গড়ব কবে?
                 আমরা সবে
            মহৎকাজের সাজ।
আদর্শবান ও গুণমান, তাদের সবাই স্মরি
                রাত দিন মান,
                গাই জয়গান
            চল; জীবন মোদের গড়ি।
হীন মনেতে বেশি ধনেতে, গর্ব কি পাই তাতে?
               সৎ মানসে,
               দৈন্য বেসে
         আলো; জ্বালায় গভীর রাতে।
কাঁধে মিলে কাঁধ ভালে আনি চাঁদ,পরনিন্দা সবই ঝেড়ে
              নাহলে এসব,
              শুধু কলরব
        লাভ কী বলো পেড়ে?