গভীর থেকে গভীরতর হচ্ছে রাত!
সোডিয়ামের আলো চোখে-মুখে মেখে
নিজেকে সঁপে দিয়েছি ম্যাথমেটিকসের পাঠে।
খোলা জানালায় এক চিলতে আকাশ কিংবা
জেগে থাকা তারা'রা যেনো সাক্ষী হয়ে থাকে!


শেষ রাতে আচমকা বুকে কাঁপন তোলা সমীরণে;
জর্জ গ্যাব্রিয়েল স্টোকস দূরে সরে যায় ক্ষণে ক্ষণে!
বাতাসের মিষ্টি ঘ্রানে ছুটে যাই খোলা ছাদে
স্বর্গ থেকে জর্জ গ্রীন তখন বিদ্রুপের হাসি হেসে বলে,
"কাঁদবি ব্যাটা ঘন্টাখানেক বাদে"!


বন্ধ চোখে দু হাত প্রসারিত করে, আজ এই রাতে
আমি মিশে যাই হাওয়ার সাথে হাওয়ার রাজা হয়ে!
ভেসে বেড়ায় শূণ্যে-মহাশূণ্যে,
হারিয়ে যাই দূর থেকে আরো বহুদূরে;
লাইন, সারফেস, ফ্লাক্স ইন্টিগ্রালগুলো আর কখনো
ছুঁতে পাবে না আমাকে।