আমি কচুপাতায় জমে থাকা একবিন্দু জলকণা
এক নিমিষেই ঝড়ে পড়ি লিলুয়া বাতাসে
মিশে যাই দীঘির স্বচ্ছ জলে !
উত্তপ্ত উনুনে পুড়ে উড়ে বেড়ায় হাওয়ায়
হারিয়ে যাই দূর অসীম শূন্যে।


আমি কচুপাতায় জমে থাকা একবিন্দু জলকণা
ভেসে বেড়ায় মেঘবালিকাদের ভীড়ে
শ্রাবণের ধারা হয়ে মিশে যাই নদীর জলে !
বহমান স্রোতধারার আছড়ে পড়া ঢেউয়ে-
বিশাল জলরাশির অতল সমুদ্রে।


আমি কচুপাতায় জমে থাকা একবিন্দু জলকণা
বসত গড়ি কষ্টের পাথর বরফের গায়ে !
শীতের শাদা কুয়াশা হয়ে বালিকার তুলতুলে গালে,
ছিটকে পড়ি আলতো ছোঁয়ায়-
প্রথম প্রেমের সাক্ষী হয়ে।


আমিতো কেউ না;
কেবলি কচুপাতায় জমে থাকা একবিন্দু জলকণা
বারেবারেই হারায়ে খুঁজে ফিরি নিজেকে।।