মায়ের চোখে আঁচলে লুকোনো জল দেখিনি
দেখেছি দীর্ঘকাল এক ছেঁড়াদ্বীপের নি:সঙ্গতা!
বধূয়ার চোখে লজ্জ্বায় রাঙ্গানো অশ্রু দেখিনি
দেখেছি দীর্ঘ রজনী বিছানায় গড়াগড়ির যন্ত্রণা!
বোনের চোখে অনিশ্চয়তার নোনা জল দেখিনি
দেখেছি দীর্ঘ সময় অসহায়ত্বের নীরব হাহাকার!


হে প্রিয় দেশ,
কত নারীর হাহাকার-যন্ত্রণা-নি:সঙ্গতায়
চলমান অর্থনীতির চাকা তোমার!