ফুল হাতে প্রতীক্ষমাণ ছিলো সব তারা
চাঁদটুকুও তার সর্বোচ্চ জোসনা ঢেলে দিয়েছিলো।
আর আমি; ভিখারী ব্রাক্ষণ
শত সহস্র মাইল দূর থেকে; শুধু তোমাকেই . . .
তুমি চাঁদের রাণী, পারো নি. . . পারো নি;
কোন ফাঁকে হারিয়ে গেলে. . .
মেঘের দেশের রাজার হাতটি ধরে
আমি টেরই পেলাম না!
ভিখারী ব্রাক্ষণ বলেই কি মেঘের বেলাটুকু
প্রতীক্ষায় থাকতে পারলে না?