কোনো এক বর্ষার বৃষ্টিস্নাত দুপুরে
ভালবেসেছিলাম বৃষ্টির জলে প্রণয়রত এক রমণীকে!
তারপর বর্ষা আসে বর্ষা যায়;
বৃষ্টির জলে রমণীর প্রণয় নৃত্যের বয়স বাড়ে।
রমণীকে ভালবেসে আমার আজন্ম তৃষ্ণা,
মানুষের খোলস ছেড়ে একদিন মেঘ হবো!
কোনো এক ঘনঘোর আষাঢ় কিংবা অঝোর শ্রাবনে
বৃষ্টির জল হয়ে উপনীত হবো আদিম নৃত্যে
রমণীর খোলা চুলে-মুখে-চিবুকে
এঁকে দেবো পুনর্জন্মের অস্পষ্ট প্রতিচ্ছবি!
দেবীর সৌন্দর্য দেওয়া বক্ষযুগলে ফালি কেটে
মিশে যাবো তাঁর শিরা-উপশিরায় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।


একদিন বৃষ্টির জলের মতো অবাধ বিচরণ হবে আমার
রমণীর অস্তিত্বজুড়ে থাকা সমস্ত প্রেম ও অপ্রেমে।।