এক প্যাগ দু প্যাগ করে না'হয় পুরোটা বোতল
মদের নেশায় আর কতটুকু'ই বা মাতাল হওয়া যায়;
এরচেয়ে ঢের বেশী মাতাল হওয়া যায়
যতটুকু হয় ওরা ক্ষমতায় নেশায়,
টাকার নেশায়-নারীর নেশায়!
ওদের নেশার থাবায় রেহাই পাই নি
মেরুদন্ডহীন দিনমজুরটি,
যেমনি পায়নি শহর ঘোরা
হতাশাগ্রস্ত বেকার ভাইটি,
তেমনি পায়নি সব হারানো
নাবালিকা আমার বোনটি।
নিশ্চুপ এক ঘুম শেষে ঘোর কাটে-
বোতল খাওয়া সব মাতালের;
অথচ ওদের ঘোর কাটে না কোনো কিছুতে
ওরাই হলো আসল মাতাল,
নেশার ঘোরে পিষে মারছে সমাজটাকে।