[৬০-তম মৃত্যুবার্ষিকীতে কবি জীবনানন্দ দাশ'কে উৎসর্গ করে]


শ্রাবস্তীর কারুকার্য যার মুখ সেই বনলতার খোঁজে
মাঠ-ঘাট-পথ, বাদ যায়নি নাটোরের বিলগুলোও।
দু'দন্ড শান্তি পেতে খুলে দিয়েছি অনুসন্ধানের দুয়ার-
'কোথায়, কোথায় আমি তা'রে খুঁজিয়া পাই'!
তৃষ্ণার্ত দু'চোখে সুতীক্ষ্ম দৃষ্টি জলে ও ডাঙ্গায়
কোথাও কি লেগে আছে তাঁর শান্তির ছাপ!


কোথাও দেখা মেলে না, মেলে শুধু অন্ধকার-
তখন আত্মঘাতী ক্লান্তিতে বিদ্ধস্ত দেহ ও মন
জীবনানন্দ নিজেই এসে যেনো হাত রাখে কাঁধে আমার,
বলে- "এতোটুকু শান্তি পেতে কবি মেলে ধরে কল্পনা,
ক্লান্ত প্রানে দেয় শান্তি কল্পনার ভিতরে সৃষ্ট বনলতা"!


আমি কবির কথার রেশ ধরেই কল্পনার গভীরে ঢুকি
হৃদয়ের চোখ মেলে দেখি এ'তো মুখোমুখি বনলতা।


নাটোর
১৬ অক্টোবর ২০১৪