সময়ের নির্মম নিপীড়ন সইতে পারছি না,
চলে গেলাম অপয়া!
উল্টো স্রোতে আর কিছুতেই পারছি না সাঁতরাতে,
ডুব দিলাম অপয়া!
শহুরে বিষাক্ত অক্সিজেনে নি:শ্বাস বন্ধ হয়ে আসছে,
মরে গেলাম অপয়া!


তাই বলে বন্ধ করে দিয়ো না-তোমার দুয়ার-
খুলে রেখো অপয়া!


হাজার বছরের অসহ্য অন্ধকার রাত একদিন শেষ হবেই
জেগে থেকো অপয়া;
তোমার চোখের তারায় ভোরের আলো হয়ে
ফিরে আসবো অপয়া!


কোলাহল শেষে উত্তাল ঢেউ একদিন স্থির হবেই
শান্ত হও অপয়া;
তোমার আরো গভীরে হবে আমার দ্বিতীয় জন্ম
দেখে নিয়ো অপয়া!


কালের অশ্লীল নিষ্ঠুরতা একদিন থেমে যাবেই
অপেক্ষায় থেকো অপয়া;
তোমার চিত্তে সুখের হাওয়া হয়ে দোলা দেবো
কথা দিলাম অপয়া!


একদিন দেখা হবেই; আপাদমস্তক তোমাকে মেলে ধরে
প্রতিশোধ নিয়ো অপয়া!


৩ নভেম্বর ২০১৪