কারনে-অকারনে লাখো মানুষের পদচারনায় মুখরিত যে মোড়
আমরা ভবঘুরেরা তার নাম দিয়েছি-
'কবির রক্তচোষা শাহবাগ'।


জ্ঞানপিপাসুর তৃষ্ণা মেটাতে বইয়ের ভারে ন্যুজ্ব যে হলঘর
আমরা কবিতাখোরেরা তার নাম দিয়েছি-
'কবির রক্তচোষা গ্রন্থাগার'।


কালের ইতিহাস আর ছল-চাতুরীর সাক্ষী যে সোহরাওয়ার্দী
আমরা আত্মঘাতীরা তার নাম দিয়েছি-
'কবির রক্তচোষা উদ্যান'।


ছাত্র-শিক্ষক মিলনায়তনের নামে যেখানে সকল শ্রেনীর আড্ডা
আমরা বহিরাগতরা তার নাম দিয়েছি-
'কবির রক্তচোষা টিএসসি'।


বাংলা সাহিত্যের অন্য এক ধারক হয়ে ঠায় দাঁড়ানো একাডেমী
আমরা সাহিত্যপ্রেমীরা তার নাম দিয়েছি-
'কবির রক্তচোষা চত্ত্বর'।


মনের কথা ছাপানো পাতায় ফেব্রুয়ারির যে প্রানের মেলা
আমরা অকবিরা তার নাম দিয়েছি-
'কবির রক্তচোষা গ্রন্থমেলা'।