আমার কবিতা আজ
কবিতাগুলোয় পরিণত,
ছন্দ মাত্রা তাল লয়
কিচ্ছু মানছেনা।


ঘুর্নিঝড়ের গতিবেগে কেউ
উড়ে এসেই জুড়ে বসে,
চাঁদ তারকার মতো কেউ
উকি দেয়,
কেউ অাবার ছায়া মানবী হয়।


স্বপ্নরাজ্যে ঘুর ঘুর করে
এক দল স্বপ্নিল,
কেউ ভাসে ফাল্গুনী জলে
শিলাগুড়ীর ছন্দে,
মেঘের রাজ্যে পাহাড় হয়।


কবিতাগুলো চৈত্রের রোদে
কৃষকের ঘাম হয়,
পুঁজিবাদী স্বর্গে পুঁজিহীনের
কম্বল,
গনতন্ত্রে ভোট বিহীন
স্বাধীন নাগরিক।


কবিতাগুলোর অনেক জেদ,
তীব্র শীতে ওরা অামার শীতের
কম্বল হোক।