কবিতা:- আবার আসবে সে মেঘ
              মনোজ ভৌমিক


ভুল বুঝে চলে গেছে সেই শরতের মেঘ,
হেমন্ত সকালেতে নিম্নচাপ অশেষ।
দুয়ারেতে উঁকি মারে আজ আদি বুড়ো শীত,
কারা যেন গাইছে হোথায় নবান্ন গীত!
হামাগুড়ি দেয় মেঘে অতি পুরাতন রোদ,
হাওয়ারা বড়ই চতুর,রোদ নির্বোধ।
শুধুই বাসনা তার পৃথিবীকেই ছোঁবে,
ওর বুকের সুধারসে তৃপ্তি মেটাবে।
হেমন্ত ঢেকে দেয় এ ধরার স্বরূপ,
তাই কি রোদ খোঁজে সেই প্রকৃতির রূপ!
হাঁপ টেনে হেঁটে যাবে জানি ও উত্তর বায়ূ,
দখিণা বাতাসে কোয়েলের গান হবে শুরু।
বসন্ত জাগবে হোথা প্রাণের খেলায়,
আবার আসবে সে মেঘ ও রঙের মেলায়।