কবিতা:- আবার এসো গো ফিরে
          মনোজ ভৌমিক


শ্রাবণের বাড় এসে,দারুণ রুদ্র বেশে,নিয়ে গেলো পুরাতন ঘর।
ওরা সব ঠিকই আছে,ও শুধু আমায় সাজা দিয়েছে,করলো যে বে-ঘর।


হেমন্ত শিশির মাখা,শীতের জড়তা লুকিয়ে রাখা,আমার সে ঘর!
ফাগুনী হাওয়ার দোলায়,চৈত্রের বুক জ্বালায়,হয়নি সে পর।


কালবোশেখি বুকেতে নিয়ে,আষাঢ়ের সুখ থুয়ে,ভালোবাসার গড়।
ভাবিনি একবারো যে,শ্রাবণ এভাবে এসে,করবে আমারে পর!


তোমরা সুখেই থেকো,শরতের হাসিটা মেখো,ওই মনের ভিতর।
আমি নীল আকাশের নীচে,থাকবো একেলা বসে,এ পৃথিবীই ঘর।


সময় ফুরিয়ে গেলে,আবার এসো গো ফিরে,আমায় দেখো একবার।
মাটির গন্ধ শুঁকে,তোমাদের ঘৃণা বুকে,এ মাটিতে শেষ বার।