কবিতাঃ- আবেদন
         মনোজ ভৌমিক


বাদুড়ের ডানা ছুঁয়ে নেমে এলো প্রগাঢ় অন্ধকার!
মানুষ মানুষকে চিনতে পারে না,সময় নির্বিকার !!
সভ্যতার যাত্রা পথে এক ধ্বংসের বিষন্ন ইতিহাস!
লাখো মৃতদেহ বুকে নিয়ে ধরিত্রী নিজেই পরিহাস।


বর্বর মানসিকতার পাশবিক রূপ দেখে হেথায়,
প্রকৃতি হাসে নীরবে মানুষের অসীম দাম্ভিকতায়।
আকাশে শকুনি গৃধিনীদের আজ উন্মাদ আস্ফালন!
অজস্র মানুষের শবে নৃত্য  মনুষ্যত্বের প্রহসন।


বিধ্বস্ত ধর্মের অজ্ঞতা বয়ে আনে কঠিন বিপর্যয়!
অবুঝ বোঝেনা কেন জীবেই প্রকৃত ঈশ্বর রয়!!
মন্দির-মসজিদ-গির্জা আজ যেখানে নীরব স্থপতি,
সেখানে মানুষের গৃহবন্দী থাকা যে আবশ্যক অতি।


আগ্রাসী মনোভাব বিশ্বে ছড়ালো দুরারোগ্য মহামারী,
সাবধান না হলে দেখবে আরেক মন্বন্তর শিগ্গিরি ।