কবিতাঃ- অবিনশ্বর
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ০৭/০২/২০২৩


নিজেই নিজেকে ভাবতে থাকো হবেই অবিনশ্বর,
অর্থ ও প্রতিপত্তির দম্ভে ভাবছ নিজকে ঈশ্বর!
অন্তিমক্ষণে বুঝবে সেদিন  ভাবনা তোমার অন্ধ।
আগুনে কবরে মিলিয়ে যাবে ওই অহংকারের গন্ধ।


নশ্বর শরীর সৃষ্টি করুক অবিনশ্বর কিছু কর্ম,
শরীর শেষও কীর্তি রবে এটাই কর্মের ধর্ম।
দশ ও দেশের কর্মযজ্ঞে সঁপে দাও মন প্রাণ,
মৃত্যুর পরেও ফুরোবেনা খ্যাতি রবে চিরঅম্লান।


সাধের এই মানব জীবন স্বার্থক হবে সেদিন,
সমাজ ও জীব সেবায় নিয়োজিত হবে যেদিন।
সমাজ যদিও বদলে গেছে অনেকেই স্বার্থপর,
হিসেব কষে দিন দুবেলা কে আপন কেবা পর?


নিজের জন্যে বাঁচা তো ভাই সবাই বাঁচতে পারে,
পরের দুঃখে কে আছে বলো হঠাৎ ঝাঁপিয়ে পড়ে?
মানুষ তিনি বড়ই মহান যার আছে ব্রহ্মজ্ঞান,
দেশ ও দশের পরিসেবায় সমর্পিত যার প্রাণ।


তথাগত ও বিবেকানন্দ সময়ের নিদর্শন,
অবিনশ্বর হতে হলে তাদের করো অনুসরণ।
শ্রদ্ধার সাথে স্মরণ করবে তোমার এ জন্মভূমি,
অসীম প্রশান্তি খুঁজে পাবে মৃত্যুর পরেও তুমি।