কবিতা:-আগামী এগোক
           মনোজ ভৌমিক


কত চিঠি মরে গেছে ডাক বক্সেতে!
কত কথা ভেসে গেছে ঐ তার ফোনেতে!


পেজারের পথ বেয়ে এলো মুঠোফোন,
ঐ ফোনে আজ দেখি বড় জ্বালাতন।


রাতদিন এক সুর এঘর ওঘর,
সম্পর্ক কেঁদেকেটে হয়ে যায় পর।


আমি তুমি ওরা বলি,"দেশ যে ডিজিটাল,"
তবুও হচ্ছে আজ বেশি হরতাল।


জ্ঞানের ভাণ্ডার হাতের মুঠোয়,
ফেক নিউজে সব ভাবনা শুকোয়।


তোমার আমার মাঝে বিভেদ এখন,
আঙুল দেখিয়েই বলো,"ঐ মুঠোফোন। "


সময় হাতে নিয়ে সময় যে পাগল,
আগামী এগোক,মনেতে গণ্ডগোল।