কবিতাঃ-অগ্রগামী পদাতিক
✍️ মনোজ ভৌমিক


জীবন যুদ্ধে খেললে তুমি অসীম খেলা,
মৃত্যু তোমায় হারিয়ে দিলো বিকেল বেলা।
সন্ধ্যা হতে সময় তো ছিল অনেক বাকী,
তবুও কেন নিজেরে দিলে নিজেই ফাঁকি?


ভাবনা এখন গভীর জলে দাগ কেটে যায়,
হিসেব কষার আগেই কেন সহজে মিলায়!
বলতে তুমি বীরের থেকেও বীর যে তুমি,
হারিয়ে যাওয়া শৈশবটা খুঁজছি আমি।


বলতে পারো কোন মুখেতে দেখবো তোমায়!
হৃদয় ছোঁয়া স্মৃতিগুলো শুধুই থামায়।
কার বুকেতে রাখবো আমি ক্লান্ত এ শির?
মান অভিমান দুঃখ কথায় হতেম অধীর।


এখন শুধুই নিজের মনে কাঁদছি একা,
কোথায় গেল হারিয়ে আমার প্রথম সখা!
মুছে গেলো একলা মনের সব অভিঘাত,
অভিযোগ আর অনুপ্রাসে নেই সংঘাত।


মুঠো ফোনে শোনালে না তুমি শেষ সংলাপ,
"বল বীর, বল উন্নত শির," আজকে প্রলাপ।
নাট্য সম্রাট নাটক তোমার রইলো বাকি,
ঐ যবনিকা অন্তরালে আজ খুঁজছোটা কি?


নতুন করে গড়বে কী দল আবার হোথায়!
অগ্রগামী পদাতিক হলে কি  নতুন দিশায়!!