কবিতাঃ- আগ্রাসী হোক স্থবির
✍  মনোজ ভৌমিক


তীর ধনুক ঢাল তরোয়াল  মিউজিয়ামে থাক,
লাঠি ডাণ্ডা থ্রি নট থ্রি এখন ব্রাত্য হয়েই যাক।
রকেট লঞ্চার এ.কে-৪৭ ওদের হাতেই দিতে হবে,
পেটো বোমা ইঁট পাটকেলের জবাব পাবে তবে।


মিশাইলগুলো সাজিয়ে রেখো হোক না ছোটো বড়,
নিউক্লিও বোম তৈরি করে গুপ্ত গহ্বরটা ভরো।
সত্যি কথা বলতে গেলে আজ ভীষণ লজ্জা লাগে,
মারণাস্ত্রগুলো তুচ্ছ যেন যা দেখালো এই ফাগে।


বিজ্ঞানটাকে অজ্ঞান করে রেখেছে কিছু দেশ,
চোখে তাদের বিজয় নেশা চেহারায় ছদ্মবেশ।
মানবতা অতল তলে হাতের মুঠোয় ধরা,
বিজ্ঞানের মাথা মুড়িয়েই একনায়কত্ব গড়া।


ছোট্টবেলায় খেলতে যখন কাটতো যে হাত-পা,
রক্ত বন্ধ করার জন্য ধরার মাটি দিয়ে চাপা।
আজকে মাটি বিষাক্ত অতি বাতাসে ফুলছে শ্বাস,
বলতে পারো পরিবেশে কেন বিষাক্ত ভাইরাস!


উত্তরটা তুমিও জানো শুধু প্রশ্ন করাই বৃথা,
সভ্যতা উচ্চ শিখরে,নীরবে মরছে মানবতা।
মরছে মরুক মরতে দাও ফারাক পড়ে কার!
বিশ্ব জানে সব হারাদের আছে কি বা হারাবার !!


বন্ধ হোক এ নৃশংসতা,কান্না থামুক পৃথিবীর,
সভ্যতা হোক মানব বন্দে,আগ্রাসী হোক স্থবির॥