কবিতা:- আজ প্রশ্ন জাগে মনে
                  মনোজ ভৌমক


বিশ্বাসটা দীর্ঘস্বাসে হচ্ছে কেন শেষ?
তোমার আমার মধ্যে নেই সেই পুরানো আবেশ!
আজ কিন্তু গড়িয়ে গেছে সময় অনেকখানি,
দু'মনেতে দেখি কেন অবিশ্বাসের হাতছানি?


তেইশ বছর আগে গড়ি সম্পর্কের ভীত,
সেদিন কিন্তু খুঁজিনি কেউ-ই কারুর অতীত।
কামুক ওই চোখে ছিলো প্রাণের চাওয়াপাওয়া,
অপেক্ষাটা ছিলো শুধু বিশ্বাসী সিঁদুর দেওয়া।


তারপরেতে অনেক জল গড়িয়েছে এ জীবনে,
অবুঝ মনকে বুঝিয়ে নিয়ে এগিয়েছি দু'জনে।
ছাড়াছাড়ি ছিলাম মাঝে চাকরি ছিলো সতীন,
ডাকযোগতে হতো কথা সপ্তাহেতে একদিন।


প্রেমের সকল গোপন ব্যথা লিখতে খাতা ভরে,
সাক্ষাতেতে শ্রাবণ মেঘের বৃষ্টি যেত ঝরে।
কেমনকরে গড়িয়ে যেত সময় চাওয়া বেলা,
সাজগোজ সব যেতে গো ভুলে চাঁদ হারানোর খেলা।


আজ আমরা সাথেই দু'জন,তবু কেন গো পর?
তোমার আমার মধ্যে নেই সেই আবেগী স্বর!
এখন কেন সাজের বহর দেখছি তোমার দেহে?
ফেসবুক সব ফ্রেন্ডরা কেন অপেক্ষাতে চেয়ে?


মুঠোফোনটা আজকে কেন বিভেদ আনছে মনে?
বলতে পারো,আজ হারাচ্ছি কি ভালোবাসার মানে?