কবিতা:-আজ তোমার জন্মদিনে
           মনোজ ভৌমিক


শেষ গান হয়নি গাওয়া,তোমায় আজও ভালোবাসি
এখনো যে অনেকটা পথ বাকী,তুমি হয়োনা উদাসী।
সময়ের পদাঘাতে জীবনে অনেক যন্ত্রণা আসে,
মনাগুন নিভে যাবে, দেখো,বৃষ্টি আসবে ভালোবেসে।


সজীব চারাদের সযত্ন উচ্ছাস পাবেই তুমি,
ওদের চোখে দেখো সামনে শুভেচ্ছা নিয়ে দাঁড়িয়ে আমি।
চব্বিশটি জোড়া বসন্তের প্রতিটি জন্মদিন,
সময়ের ফের হলেও এখনও তা হয়নি মলিন।


এ জন্মদিনটা রেখো তুমি বিরহী মনের খাতায়,
ভাবনা হারিয়ে যাবে, বিষাদ জাগবে চোখের পাতায়।
জৈষ্ঠ্যের খরতাপ একদিন চলে যাবে বহুদূরে,
আবার বাজবে সেই মিলন বাঁশি চিরনতুন সুরে।


দূরে নয় দূরে নয়,আছি মনেরই অতি কাছাকাছি,
হেসো একবার এ জন্মদিনে সেই পুরাতন হাসি।
সজীব অনুভূতি নিয়ে রোপণ করো এক চারাগাছ,
আগামীতে প্রতি জন্মদিনে নিও বিশ্বাসীশ্বাস।